Sunny Deol: সানি হনুমান
প্রযোজকদের সমস্যায় পিছিয়ে গিয়েছিল রামায়ণ ছবি। রামায়ণে রামের ভূমিকায় রণবীর কাপুর। সীতা দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী। রাবণের চরিত্রে আছেন কেজিএফ খ্যাত যশ। রামায়ণর অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র হনুমান। এই চরিত্রে কে? তা নিয়ে চিন্তা ভাবনা প্রযোযকদের।
প্রযোজকদের সমস্যায় পিছিয়ে গিয়েছিল রামায়ণ ছবি। রামায়ণে রামের ভূমিকায় রণবীর কাপুর। সীতা দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী। রাবণের চরিত্রে আছেন কেজিএফ খ্যাত যশ। রামায়ণর অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র হনুমান। এই চরিত্রে কে? তা নিয়ে চিন্তা ভাবনা প্রযোযকদের। শোনা যাচ্ছে সানি দেওল করবেন হনুমানের চরিত্র। রামায়ণের পরিচালক নীতিশ তিওয়ারির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে সানির।
সম্প্রতি সানি দেওল অভিনীত গদর ২ ব্লকবাস্টার হিট হয়েছে। বলিউডে আবার প্রাসঙ্গিক হয়েছেন সানি। গদরের সিকুয়েলের পর মহাকাব্য নির্ভর এই পৌরাণিক ছবিতে সানি। রামায়ণ নিয়ে তাই হিন্দি ছবির দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। মাল্টিস্টার্ড এপিক্যাল এই ছবি কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে দর্শকদের। ইতিমধ্যে রামের চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুর ছেড়েছেন মাছ মাংস ও মদ্যপান। সীতার চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাটের। রাবণের চরিত্র ফিরিয়ে দেন হৃতিক রোশন।