Sunny Deol: এক ঘরে থাকেন না সানিরা
যৌথ পরিবার বড় হয়েছেন সানি ও ববি দেওল। অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই সন্তান তাঁরা। সানি বলছেন শৈশবে ত্রাস ছিলেন বাবা ধর্মেন্দ্র। সানি বলছেন দেওল পরিবারের সাফল্যের রসায়ন একসঙ্গে থাকা। একসঙ্গে থাকলেও কেউ কারও ঘরে থাকেন না। সকলেই ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে। কেউ কারও কাজে হস্তক্ষেপ করেন না।
যৌথ পরিবার বড় হয়েছেন সানি ও ববি দেওল। অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই সন্তান তাঁরা। সানি বলছেন শৈশবে ত্রাস ছিলেন বাবা ধর্মেন্দ্র। সানি বলছেন দেওল পরিবারের সাফল্যের রসায়ন একসঙ্গে থাকা। একসঙ্গে থাকলেও কেউ কারও ঘরে থাকেন না। সকলেই ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে। কেউ কারও কাজে হস্তক্ষেপ করেন না। ছেলেবেলায় বাবাকে বেশ ভয় পেতেন সানি পুত্র রাজবীর। অথচ বড় হতেই বাবা হয়ে যান বন্ধু।
ছেলেবেলায় ডিসলেক্সিয়া আক্রান্ত হন রাজবীর। কিন্তু সেই প্রতিকূলতা কাটিয়ে ওঠেন নিজের খামতিকে গুরুত্ব না দিয়ে। রাজবীরের প্রথম বলিউডের ছবি ‘দোনো’ মুক্তি পেয়েছে। এই ছবিতে ছিলেন পুনম ধিলনের মেয়ে পালোমা। পরিচালক সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া। তবু বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি ‘দোনো’। গদর ২ এর পর ‘রামায়ণে’ হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। ‘লাহোর, ১৯৪৭’ ছবিতেও লিড রোলে সানি দেওল।