Sunny Leone: সানি লিওন লুকিয়ে কাকে টাকা পাঠাতেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 29, 2023 | 4:19 PM

Sunny Leone: অনেক কম বয়সে সানি লিওন নীল ছবির দুনিয়ায় যুক্ত হন। তিনি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।

অনেক কম বয়সে সানি লিওন নীল ছবির দুনিয়ায় যুক্ত হন। তিনি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। সানি একটি সাক্ষাৎকারে বলেন, সঙ্গম একটা আর্ট। তিনি এই পেশা নিজের ইচ্ছেতেই বেছে নেন। এই পেশায় তিনি মোটা টাকা পেতেন । প্রথমের দিকে সানি বাড়িতে কিছু জানাননি। তিনি মোটা টাকা পাঠাতেন তাঁর বাবা-মাকে। তবে তাঁর ভাই সত্যি কথাটা জেনে যায়। একটা সময় ম্যাগাজিনে সানি লিওনের সাহসী ছবি প্রকাশিত হয়।

তখন তাঁর পরিবার ও প্রতিবেশীরা সব জানতে পারেন। সেই সময় সানি বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ক্রমশ সানি লিওনের চাহিদা বাড়তে থাকে নীল ছবির দুনিয়ায়। এই কাজ ভালবেসে করলেও তিনি স্থির করেন অন্য কিছু করবেন। অভিনয় জগতে তিনি আর আসতে চাননি। তখন সানি লিওনের লড়াই শুরু হয়। সব বাধা অতিক্রম করে,এখন তিনি বলিউডের মডেল ও সঞ্চালক।