Bolpur News: আজও ডাইনি অপবাদ শুনতে হয়!

| Edited By: Tapasi Dutta

Sep 27, 2023 | 5:54 PM

প্রায় সাড়ে তিন বছর পর গ্রামে ফিরলেন ডাইনি অপবাদে গ্রাম ছাড়া পরিবারের সদস্যরা। প্রায় সাড়ে তিন বছর ধরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া ছিলেন বোলপুর থানার সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের মনিকুণ্ডুডাঙা এলাকার তিনটে পরিবারের প্রায় ১২ জন সদস্য।

প্রায় সাড়ে তিন বছর পর গ্রামে ফিরলেন ডাইনি অপবাদে গ্রাম ছাড়া পরিবারের সদস্যরা। প্রায় সাড়ে তিন বছর ধরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া ছিলেন বোলপুর থানার সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের মনিকুণ্ডুডাঙা এলাকার তিনটে পরিবারের প্রায় ১২ জন সদস্য। এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পরেই তৎপর হয় তাঁরা। একাধিকবার বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের আধিকারিকরা গ্রামে এই গ্রামছাড়া পরিবারের সদস্যদের গ্রামে ফেরানোর উদ্যোগ নিলেও এলাকাবাসীরা সেটি মেনে নেয়নি।

কিন্তু আজ অর্থাৎ বুধবার বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ও বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগারওয়ালের নেতৃত্বে প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে আদিবাসী পরিবারের সদস্যদের গ্রামে ফিরিয়ে দিয়ে এলেন‌। দীর্ঘদিন ধরে গ্রামছাড়া পরিবারের সদস্যদের বাড়িটি ব্যাবহার না হওয়ার ফলে বসবাসের অনুপযোগি হয়ে উঠেছিল সেই বাড়িটি মেরামতের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি খাবারের বন্দোবস্ত করা হয়েছে ‌। প্রশাসনের তরফে জানা গিয়েছে,আজকেই পানীয় জল ও বিদ্যুত সংযোগের ব্যবস্থাও করা হচ্ছে।