Group C, Group D নিয়োগ নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের
SSC Recruitment: ২০১৬-র প্যানেল বাতিল হওয়ায় যে শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছিল, তাঁদের নিয়োগের ক্ষেত্রে বয়সে ছাড়ের কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, যোগ্য শিক্ষাকর্মীদের ১০ বছর বয়সে ছাড় দিতে হবে। এবার সেই যোগ্য প্রার্থীদেরই বড় ধাক্কা।
প্রত্যেকটি আবেদনের ভিত্তিতে হলফনামা যাচাই করে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া যাবে না। সামগ্রিকভাবে অর্ডার দেওয়া হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কিছুদিন আগেই ওই গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এমন প্রার্থীদের বয়সে ছাড় দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।