Durga Puja 2023: সুরুচির অভিনব ভাবনা
শহরে আর প্লাস্টিকের ফ্লেক্স, ব্যানার নয়। প্রচারের জন্য কাপড় ও ক্যানভাসে তৈরি পুজোর ব্যানার ব্যবহার করবে সুরুচি সংঘ। প্রতিবছর নতুন নতুন বিষয় ভাবনার মধ্য দিয়ে সমাজের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। চেষ্টা শহরের অন্যতম বিগ বাজেট পুজো সুরুচি সংঘের উদ্যোক্তাদের।
শহরে আর প্লাস্টিকের ফ্লেক্স, ব্যানার নয়। প্রচারের জন্য কাপড় ও ক্যানভাসে তৈরি পুজোর ব্যানার ব্যবহার করবে সুরুচি সংঘ। প্রতিবছর নতুন নতুন বিষয় ভাবনার মধ্য দিয়ে সমাজের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। চেষ্টা শহরের অন্যতম বিগ বাজেট পুজো সুরুচি সংঘের উদ্যোক্তাদের।
৭০ তম বর্ষে ‘প্লাস্টিক বর্জন’ করার বার্তা পৌঁছে দিতে চাইছেন মানুষের কাছে। প্রকৃতি মা’কে বাঁচাতে আগামীতে অন্যান্য পুজো উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। আশাবাদী পুজো কমিটির সদস্যরা। কাপড় ও ক্যানভাসে তৈরি এবছরের পুজোর ব্যানার প্রকাশ। এবার পুজোয় সুরুচির ক্যাচ লাইন ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। পরিবশেষ বান্ধব রঙের ব্যবহারে লেখা ব্যানার দিয়ে শহর ও শহরতলিতে পুজোর প্রচার।