KBC Winner Sushil Kumar: কেবিসি থেকে মদের ঠেকে
২০১১ এ সুশীল কুমার কেবিসির হট সিটে বসে ৫ কোটি টাকা জেতেন। অল্প সময়ে সুশীল সেলিব্রিটি হয়ে পড়েন। এতে তাঁর মাথা ঘুরে যায়। ৫ কোটি টাকা পেয়ে প্রথমেই তিনি চাকরি ছেড়ে দেন। কম্পিউটার অপারেটর সুশীল ব্যবসা শুরু করেন। কেবিসিতে জেতার পর, দু হাতে টাকা ওড়াতে থাকেন তিনি।
২০১১ এ সুশীল কুমার কেবিসির হট সিটে বসে ৫ কোটি টাকা জেতেন। অল্প সময়ে সুশীল সেলিব্রিটি হয়ে পড়েন। এতে তাঁর মাথা ঘুরে যায়। ৫ কোটি টাকা পেয়ে প্রথমেই তিনি চাকরি ছেড়ে দেন। কম্পিউটার অপারেটর সুশীল ব্যবসা শুরু করেন। কেবিসিতে জেতার পর, দু হাতে টাকা ওড়াতে থাকেন তিনি।
সুশীল প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বিভিন্ন সংস্থায় অনুদান দিতে থাকেন । কিছু কুসঙ্গও জুটে যায় সুশীলের। দেদার মদ্যপান ও ধূমপান করতে থাকেন তিনি। ধীরে ধীরে সুশীল মদে আসক্ত হন । তাঁর স্ত্রী অনেকবার তাঁকে সর্তক করেন। কিন্তু সুশীল সে কথা শোনেননি। স্ত্রীর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়। চাকরি ছাড়ার পর ব্যবসাও শুরু করেছিলেন সুশীল। সেই ব্যবসাতেও ব্যাপক ক্ষতি হয়। প্রতারিত হন বারবার। তাঁর সব টাকা খরচ হয়ে যায়। ক্রমে সুশীলের জীবন অন্ধকারে ডুবে যায়।
Latest Videos