Suvendu Adhikari: বাংলায় কেন দরকার পরিবর্তন? জানালেন শুভেন্দু

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2025 | 5:00 PM

BJP Leader Suvendu Adhikari: তিনি বলেন, "পরিবর্তন দরকার কারণ রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। এর আমলে ৬, ৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশবাবু? মেখলিগঞ্জে এখনও উন্নয়ন নেই। চোর পরেশ অধিকারীর জন্য ২৬ হাজার চাকরি গেছে। তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার?"

জেলায়-জেলায় চলছে বিজেপি-র ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। আর ভোটের আগে জনসংযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একাধিক অভিযোগ করেছেন তিনি। এসআইআর ইস্যুতে মুখ খোলার পাশাপাশি কেন পরিবর্তন দরকার তাও জানালেন শুভেন্দু। তিনি বলেন, “পরিবর্তন দরকার কারণ রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। এর আমলে ৬, ৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশবাবু? মেখলিগঞ্জে এখনও উন্নয়ন নেই। চোর পরেশ অধিকারীর জন্য ২৬ হাজার চাকরি গেছে। তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার?”

Published on: Nov 30, 2025 05:00 PM