BLO-দের গোপন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন শুভেন্দু!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 02, 2025 | 5:13 PM

Suvendu Adhikari: অভিযোগ, এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গির বাহিনী। BLO-দের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গির বাহিনী। আরও ভয়ঙ্কর অভিযোগ, BLO-দের বলা হচ্ছে, ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছাড়তে। কেন এমন নির্দেশ, সেই প্রশ্ন তুলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: এসআইআর-এর মধ্যেই আবারও বিস্ফোরক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের সামাজিক মাধ্যমে এক অডিয়ো ক্লিপ তিনি পোস্ট করেছেন। বিরোধী দলনেতার অভিযোগ, ফোন করে ফলতার বিডিও  ও AERO নির্দেশ দিচ্ছেন, মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম। তাঁর আরও অভিযোগ, এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গির বাহিনী। BLO-দের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গির বাহিনী। আরও ভয়ঙ্কর অভিযোগ, BLO-দের বলা হচ্ছে, ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছাড়তে। কেন এমন নির্দেশ, সেই প্রশ্ন তুলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।