Bihar Election Result: অঙ্গ-কলিঙ্গ হয়ে গেল, এবার বঙ্গ! বলছেন শুভেন্দু
Bihar Election Result: বিহারে বিজেপির যে ফল হয়েছে, তা বঙ্গ বিজেপিকে যে অক্সিজেন জোগাবে, তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। এবার শুভেন্দুর কথাতেও শোনা গেল সেই আত্মবিশ্বাস। সুকান্ত মজুমদারও বলছেন, 'বাংলায় এবার বিজেপির জয়ের হাওয়া বইবে।'
বিহারে মোদী-নীতীশকে আটকাতে পারল না বিরোধীরা। গেরুয়ায় মুড়ল বাংলার প্রতিবেশী রাজ্য। এবার বাংলার নির্বাচন আসন্ন। সেই ভোটকে সামনে রেখে আশা দেখছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের গলায় শোনা যাচ্ছে আত্মবিশ্বাসের সুর।
এদিন রাজ্য বিধানসভায় লাড্ডু বিলি করেন বিজেপি বিধায়করা। সেখান থেকে শুভেন্দু বলেন, “মানুষ দু হাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য নীতীশ কুমারের উপর আস্থা রেখেছেন।” এরপরই শুভেন্দু মনে করিয়ে দেন, ১৯০৫ সাল পর্যন্ত বাংলা-বিহার-ওড়িশা এক ছিল। এ কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “অঙ্গ কলিঙ্গ হয়ে গেল, বাকি আছে বঙ্গ।”