‘আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু…’

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 04, 2026 | 4:55 PM

দাউদপুরের ভাটপুকুরে শনিবার আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত সর্বজনীন মহাপ্রভু মহোৎসবে যোগ দেন তিনি। জনসংযোগের হাতিয়ার হিসেবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে বেছে নিয়ে শুভেন্দু কার্যত বুঝিয়ে দিচ্ছেন, নন্দীগ্রামের মাটি তাঁর দখলেই।

‘জ্যান্ত লোককে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে।’ দীপু দাসের ঘটনার কথা উল্লেখ করে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি. কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে জামাত মানসিকতার কিছু গুণ্ডা তাণ্ডব করবে। এখন ওই গুণ্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধিতার কাজ করানো হচ্ছে।’

দাউদপুরের ভাটপুকুরে শনিবার আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত সর্বজনীন মহাপ্রভু মহোৎসবে যোগ দেন তিনি। জনসংযোগের হাতিয়ার হিসেবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে বেছে নিয়ে শুভেন্দু কার্যত বুঝিয়ে দিচ্ছেন, নন্দীগ্রামের মাটি তাঁর দখলেই।

Published on: Jan 03, 2026 04:38 PM