e আক্রমণ শুভেন্দুর, একযোগে জবাব কুণাল-সেলিমের, কী হল? - Bengali News | Suvendu Adhikari slams TMC and CPIM, Kunal Ghosh and Mohammed Salim hit back | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আক্রমণ শুভেন্দুর, একযোগে জবাব কুণাল-সেলিমের, কী হল?

আক্রমণ শুভেন্দুর, একযোগে জবাব কুণাল-সেলিমের, কী হল?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jan 31, 2026 | 7:32 PM

Share

৩৪ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। আর গত প্রায় ১৫ বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল। বাম ও তৃণমূল মিলিয়ে এই ৪৯ বছরে বাংলা পিছিয়ে গিয়েছে বলে তোপ দাগলের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বাগনানের সভা থেকে সেই পরিসংখ্যান দেন তিনি। স্বাধীনতার পর বাংলা যে জায়গায় ছিল, এই ৪৯ বছরে সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে বলে আক্রমণ শানান শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার আক্রমণের পাল্টা জবাব দিল সিপিএম ও তৃণমূল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও তৃণমূলের কুণাল ঘোষ পাল্টা শুভেন্দুকে নিশানা করেন।

৩৪ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। আর গত প্রায় ১৫ বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল। বাম ও তৃণমূল মিলিয়ে এই ৪৯ বছরে বাংলা পিছিয়ে গিয়েছে বলে তোপ দাগলের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বাগনানের সভা থেকে সেই পরিসংখ্যান দেন তিনি। স্বাধীনতার পর বাংলা যে জায়গায় ছিল, এই ৪৯ বছরে সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে বলে আক্রমণ শানান শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার আক্রমণের পাল্টা জবাব দিল সিপিএম ও তৃণমূল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও তৃণমূলের কুণাল ঘোষ পাল্টা শুভেন্দুকে নিশানা করেন।