Suvendu Adhikari: ভোটার লিস্টের স্বচ্ছতায় AI প্রযুক্তি ব্যবহারের দাবি শুভেন্দুর
Suvendu on AI: শুভেন্দু বলেন, “আমরা নির্বাচন কমিশনকে লিখিত দেব। এআই সিস্টেমকে লাগিয়ে ফোটো স্ক্যান করতে হবে। কোনও ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। শুধু মাত্র সরকারি আধিকারিকদের উপর নির্ভর করা যাবে না।”
কলকাতা: ভোটার তালিকায় দুই বা তিন জায়গায় নাম তোলা আটকাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হোক। নির্বাচন কমিশনের কাছে আর্জি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। স্বচ্ছতার কাছে শুধু আধিকারিকদের উপর নির্ভর করা যাবে না বলেও মত শুভেন্দুর। শুভেন্দু বলেন, “আমরা নির্বাচন কমিশনকে লিখিত দেব। এআই সিস্টেমকে লাগিয়ে ফোটো স্ক্যান করতে হবে। কোনও ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। শুধু মাত্র সরকারি আধিকারিকদের উপর নির্ভর করা যাবে না।”

