Shruti Das Marriage: কেন রাতারাতি বিয়ের সিদ্ধান্ত নিতে হল স্বর্ণেন্দু-শ্রুতিকে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 10, 2023 | 11:37 PM

কেউ জানতে পারল না, হঠাৎই বিয়ের করলেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস, তবে কীসের এত তাড়া? উত্তরে TV9 বাংলাকে শ্রুতি জানালেন, হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’?

‘জওয়ান’ প্রিভিউ
অপেক্ষার অবসান। কথা রাখলেন শাহরুখ খান। সোমবার মুক্তি পেল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির প্রিভিউ। অ্যাকশনে ভরপুর এই ছবির পরতে-পরতে যে চমক, তার স্পষ্ট ইঙ্গিত দিল এই ২.১২ মিনিটের এই ভিডিয়ো। এখন দেখার রেকর্ড সৃষ্টিকারী ছবি ‘পাঠান’-এর ছবি কতটা দর্শক টানতে পারে প্রেক্ষাগৃহে।

রণবীরের চমক
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিচ্ছেদের জল্পনা বেশ কিছুদিন ধরেই তুঙ্গে। এবার নিন্দুকদের সপাট জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় হাজির রণবীর। জন্মদিনে তাঁকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাতে দীপিকার সঙ্গে দিলেন একটি ছবি। ছবি দেখামাত্রই মুখে কুলুপ নেটদুনিয়ার।

টাইগারের প্রশংসায় নিক
টাইগার শ্রফ যে বেশ সুন্দর গান করেন, তার প্রমাণ মিলেছে আগেই। এবার অবসরে টাইগার একটি গান গেয়ে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা নজর কাড়ল নিক জোনাসের। কমেন্ট বক্স মুহূর্তে তিনি ভরিয়ে দিলেন প্রশংসায়।

বলিউডের নতুন সমীকরণ
ভিকি কৌশলের সঙ্গে এবার জোট বাঁধতে চলেছেন করণ জোহার। সম্প্রতি এমনই খবর শেয়ার করে নিলেন পরিচালক তথা প্রযোজক। ২০২৪-এ আসছে ধর্মা প্রযোজনা সংস্থার নতুন ছবি। নাম ঘোষণা না হলেও, খবর সেখানেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল।

এ কী বললেন কিয়ারা
বাড়ি ফিরে সময়টা কেমন কাটে কিয়ারা আডবাণীর? এবার নিজের বাড়ি প্রসঙ্গে এক অস্বস্তির কথা শেয়ার করলেন কিয়ারা। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিদিন বাড়ি ফিরে তাঁর মা তাঁর থেকে সমস্তটা জানতে চাইতেন, সারা দিন ঠিক কী-কী হয়েছে। কিন্তু কিয়ারার মোটেই এসব কথা বলতে ইচ্ছে করত না। তখন তিনি কেবলমাত্র তাঁর বিছানাটাই খুঁজতেন।

স্বর্ণেন্দু-শ্রুতির বিয়ে
রবিবার সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। ‘ত্রিনয়ণী’র সেটে শুরু তাঁদের সম্পর্ক। তারপর দীর্ঘ পথ পেরিয়ে এবার বিয়ের পিঁড়িতে জুটি। তবে সামাজিক মতে নয়, আইনি মতে বিয়ে সারলেন তাঁরা। সামাজিক মতে বিয়ে করতে এখনও ২ বছরের অপেক্ষা।

হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত?
কেউ জানতে পারল না, হঠাৎই বিয়ের করলেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস, তবে কীসের এত তাড়া? উত্তরে TV9 বাংলাকে শ্রুতি জানালেন, হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই—তোমাদের কোনও আপত্তি নেই তো? ওঁরাও জানিয়ে দেন যে, আপত্তি নেই। এভাবেই সবটা ঠিক হয়।

তৈরি হচ্ছেন দেব
নিজেকে তৈরি করছেন অভিনেতা দেব। ব্যোমকেশ-পর্ব মিটিয়ে এবার প্রধান ছবির পালা। জিম থেকে ছবি শেয়ার করে লিখলেন, নতুন চরিত্র, নতুন যাত্রা শুরু। আমার পরবর্তী ছবির জন্য তৈরি হচ্ছি, ওটাই এখন আমার ‘প্রধান’ লক্ষ্য।

নাচে মত্ত শুভশ্রী
রবিবার অবসরে ইউভানের সঙ্গে নাচে মত্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিভিতে চলছে গান, সঙ্গে নাচচে এক কার্টুন চরিত্র। তা দেখেই নকল করতে ব্যস্ত মা ও ছেলে। মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজ চক্রবর্তী। শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।