Glossitis Disease: গরম, নোনতা, ঝাল খেলেই জিভে জ্বালা…

| Edited By: Tapasi Dutta

Aug 12, 2023 | 1:46 PM

গরম, নোনতা বা ঝাল খাবার খেলে মুখ জ্বালা করে? ঢোঁক গিলতে সমস্যা হয়? খাবারের স্বাদ পান না? এগুলো গ্লসাইটিস হতে পারে। রাসায়নিক, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে গ্লসাইটিস।

গরম, নোনতা বা ঝাল খাবার খেলে মুখ জ্বালা করে? ঢোঁক গিলতে সমস্যা হয়? খাবারের স্বাদ পান না? এগুলো গ্লসাইটিস হতে পারে। রাসায়নিক, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে গ্লসাইটিস। মুখগহ্বরের লালায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। গ্লসাইটিস হলে লালার লাইসোজাইম উৎসেচকের কার্যকারিতা কমে যায়। জিভে লাল বা ফ্যাকাসে দাগ দেখা যায়। জিভে র‍্যাশ আর ফোলা ভাব দেখা যায়। খুব গরম খাবার পানীয় খেলে আর ঝাল খেলে জিভের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। বাসা বাঁধে গ্লসাইটিস। বয়স্কদের দাঁত ক্ষয়ে ধারালো হলে দাঁতের আঘাতে মুখগহ্বরে ক্ষত হয়। এর থেকেও হতে পারে গ্লসাইটিস। অনেকদিন মধুমেহ বা ডায়াবেটিসে ভুগলে গ্লসাইটিস হয়। শরীরে ভিটামিন বি কম থাকলেও গ্লসাইটিস হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে আর দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলেও হয় গ্লসাইটিস। গুটখা, ধূমপান সুপারি, জর্দা পান খেলেও মুখের ক্ষতি হয়ে গ্লসাইটিস হয়। বেশিবার ব্রাশ করলে আর পুরনো ব্রাশ ব্যবহার করলেও এই রোগের ঝুঁকি বাড়ে।