Tanjin Tisha Bangladesh Actress: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী তানজিন তিশা
Tanjin Tisha Bangladesh Actress: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। বর্তমানে ছাড়া পেলেও সে দেশে রটেছে, প্রেমিকের সঙ্গে ঝামেলার কারণে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। যদিও তানজিনের বক্তব্য, ফেসবুক হ্যাক হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। তাই চিন্তায় ঘুমনোর জন্য তিনি ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ না-হওয়ায়, তা বেশি হয়ে যায় বলে দাবি তিশার।
শাহরুখের পার্টি
শাহরুখ খানের বাড়তি বৃহস্পতিবার রাতে হাজির হতে দেখা গেল ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার ডেভিড বেকহ্যামকে। ভারতের বুকে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখার জন্যই তাঁরা আসা। এরই মাঝে তাঁরে নিয়ে সরগরম বলিউড। কাপুর পরিবারের পর এবার ডাক পেলেন শাহরুখ খানের কাছ থেকে। ‘মন্নত’-এ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।
অ্যান্টিলিয়াতে ডেভিড
শাহরুখ খানের পর ডেভিড বেকহ্যাম ডাক পেলেন মুম্বইয়ে আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়া থেকে। কিংবদন্তি এই ফুটবলার ডেভিড বেকহ্যামকে আপ্য়ায়ন করলেন পরিবারের সকলেই। দেওয়া হল আইপিএলে অম্বানির টিম মুম্বই ইন্ডিয়ানসের জার্সি উপহার। সকলে মিলে পোজ় দিয়ে ফুটবলারের সঙ্গে তুললেন ছবিও।
‘টাইগার’ ঝড়
প্রথম ২ দিনেই সলমন খানের ছবি টাইগার থ্রি বক্স অফিসে ১০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছিল। এবার এক সপ্তাহ হওয়ার আগেই তা ৩০০ কোটির দরজায়। বৃহস্পতিবার পর্যন্ত এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ৩০০ কোটি টাকা। প্রথম সপ্তাহেই তা ৪০০ কোটি পার করবে বলে অনুমান সিনে-বিশেষজ্ঞদের।
বিরাটের বায়োপিক?
খেলার দুনিয়ায় অনুপ্রেরণা হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এ বিষয়ে রণবীর কাপুর রেখেছেন তাঁর মতামত। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচ হয় ভারত এবং নিউ-জ়িল্যান্ডের মধ্যে। মাঠে এসে রণবীর বলেন, বিরাটের জীবনের উপর যদি বায়োপিক তৈরি হয়, তা হলে সেখানে বিরাটের চরিত্রে তাঁর নিজেরই অভিনয় করা উচিত। তিনি অনেক বলিউড অভিনেতার থেকে দেখতে সুন্দর এবং তাঁর ফিটনেসও দারুণ।
ডিপফেক-এ কাজল
এবার ডিপফেক সাইবার ক্রাইমের শিকার হলেন অভিনেত্রী কাজল। রশ্মিকা মন্দানা ও ক্যাটরিনা কাইফের পর এবার টার্গেট তিনি। তাঁর এক পুরনো ভিডিয়োকে ডিপফেকে পাল্টে ফেলে ভাইরাল করা হয়। প্রাথমিকভাবে তা কাজলের মনে হলেও পরবর্তীতে ফ্যাক্টচেক করে দেখা যায়, ওই ভিডিয়োটি নকল।
‘আবারও বলব…’
ঐশ্বর্য প্ল্যাস্টিক বিউটি, বলেই বিপত্তিতে পড়েছিলেন ইমরান হাসমি। কফি উইথ করণ-এ এসে এমনই মন্তব্য করেছিলেন ইমরান। এবার দিলেন নিজের পক্ষে সাফাই। বললেন, তিনি শোয়ের উপহার জেতার জন্য এমন মন্তব্য করেছিলেন। ঐশ্বর্যকে তো তিনি ভালবাসেন। ভবিষ্যতে এই শো থেকে ডাক পেলে আবারও কোনও বিস্ফোরক মন্তব্য করবেন।
এ কী বললেন তারা?
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবি দিয়ে কেরিয়ার শুরু তারা সুতারিয়ার। তবে খুব একটা বড় প্রজেক্ট তাঁর ঝুলিতে নেই। এবার বলিউড নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, কেবল সুন্দরী এক অভিনেত্রী হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়াও অন্যান্য চ্যালেঞ্জ নিতে পারেন তিনি। তাঁর কথায়, বলিউড তাঁকে একপেশে করে রেখেছে। তাই তিনি এখন কেবল কাজের খোঁজে।
আত্মহত্যার চেষ্টা তিশার?
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। বর্তমানে ছাড়া পেলেও সে দেশে রটেছে, প্রেমিকের সঙ্গে ঝামেলার কারণে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। যদিও তানজিনের বক্তব্য, ফেসবুক হ্যাক হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। তাই চিন্তায় ঘুমনোর জন্য তিনি ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ না-হওয়ায়, তা বেশি হয়ে যায় বলে দাবি তিশার।
বাড়ছে টিআরপি
বেরিয়েছে বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘নিম ফুলের মধু’ এবং ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে ‘ফুলকি’, তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ এবং চতুর্থতে ‘অনুরাগের ছোঁয়া’। ক্রিকেট বিশ্বকাপ শেষের দিকে। তাই বাড়ছে টিআরপিও।