e ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও - Bengali News | Target all 11 seats in Birbhum in assembly election, says TMC National general secretary Abhishek Banerjee | TV9 Bangla News

ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 07, 2026 | 1:13 PM

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক দলগুলি ভোটের রণকৌশল তৈরিতে নেমে পড়েছে। জোরকদমে প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। কোন দল কত আসন পাবে, তা নিয়েও রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এই আবহে ছাব্বিশের নির্বাচনে দলের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে তিনি বলেন, "কাল শুনলাম কেষ্টদা (অনুব্রত মণ্ডল) তারাপীঠে গিয়ে বলে এসেছেন, ২৩০টা আসন চাই। আমি আজ আরও ২০টা বাড়িয়ে বলব, ২৫০টা চাই।" বীরভূমে ১১টি বিধানসভা আসন রয়েছে। জেলার সব আসনেই জিতবে হবে বলেও কেষ্টদের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক দলগুলি ভোটের রণকৌশল তৈরিতে নেমে পড়েছে। জোরকদমে প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। কোন দল কত আসন পাবে, তা নিয়েও রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এই আবহে ছাব্বিশের নির্বাচনে দলের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে তিনি বলেন, “কাল শুনলাম কেষ্টদা (অনুব্রত মণ্ডল) তারাপীঠে গিয়ে বলে এসেছেন, ২৩০টা আসন চাই। আমি আজ আরও ২০টা বাড়িয়ে বলব, ২৫০টা চাই।” বীরভূমে ১১টি বিধানসভা আসন রয়েছে। জেলার সব আসনেই জিতবে হবে বলেও কেষ্টদের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।