Telly TV Offers: ৫০,০০০ টিভি ফ্রিতে দিচ্ছে টেলি
ডুয়াল স্ক্রিন এই টিভিতে বিজ্ঞাপনের জন্য রয়েছে আলাদা স্ক্রিন । সেই স্ক্রিনে আবহাওয়ার আপডেট, শেয়ার বাজার এবং সংবাদ শিরোনাম। স্মার্ট এই দ্বিতীয় স্ক্রিনটি মূল স্ক্রিন থেকে আলাদা । স্মার্ট স্ক্রিনের আলাদা সাউন্ড প্যানেলও রয়েছে । ড্রয়িং রুমে নিউজ রুমের ফিল দেবে এই টেলিভিশন। স্মার্ট ডিসপ্লের বাঁদিকে থাকবে বিজ্ঞাপন
সম্পূর্ণ বিনামূল্যে ৫০,০০০ টেলিভিশন দিচ্ছে টেলি। ইয়া পোজিন, প্লুটো টিভির প্রতিষ্ঠাতা এই টেলি টিভি তৈরি করেছেন। তাঁর উদ্যোগেই এই অফার । এই Telly TV তে থাকছে ডুটি স্ক্রিন । ডুয়াল স্ক্রিন এই টিভিতে বিজ্ঞাপনের জন্য রয়েছে আলাদা স্ক্রিন । সেই স্ক্রিনে আবহাওয়ার আপডেট, শেয়ার বাজার এবং সংবাদ শিরোনাম। স্মার্ট এই দ্বিতীয় স্ক্রিনটি মূল স্ক্রিন থেকে আলাদা । স্মার্ট স্ক্রিনের আলাদা সাউন্ড প্যানেলও রয়েছে । ড্রয়িং রুমে নিউজ রুমের ফিল দেবে এই টেলিভিশন। স্মার্ট ডিসপ্লের বাঁদিকে থাকবে বিজ্ঞাপন । টিভিটি বিনামূল্যে পাওয়া গেলেও দ্বিতীয় স্ক্রিনের জন্য করছ করতে হবে । দর্শকদের সঙ্গে বিজ্ঞাপনদাতাদের নিবিড় সম্পর্ক তৈরি করতেই এমন মডেল । বিশেষজ্ঞদের মত গেম চেঞ্জার হতে চলেছে এই বিনামূল্যে দেওয়া টিভি । সংস্থার তরফে বলা হয়েছে বিজ্ঞাপনমুক্ত এন্টারটেইনমেন্ট দেবে এই টিভি । আর তাই আছে বিজ্ঞাপন দেখার দ্বিতীয় স্ক্রিন । আপাতত Telly র ওয়েবসাইটে গিয়ে আবেদন করে পাওয়া যাবে ৫০হাজার বিনামূল্যে টিভি ।