Matua Politics: গঙ্গাজল দিয়ে ধোয়ানো হল মন্দির, গোবরজলের ছিটে রাস্তায়

| Edited By: জয়দীপ দাস

Jan 09, 2026 | 9:14 PM

Matua: অভিষেক বেরিয়ে যেতেই শান্তনু ঠাকুরের অনুগামীরা ধিক্কার স্লোগান দিতে শুরু করেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দির ‘অপবিত্র’ হয়েছে, এই অভিযোগে ঠাকুরবাড়ির পবিত্র 'কামনা সাগরের' জল ও গোবর জল দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো রাস্তা ধুয়ে ফেলে ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া শুরু করেন শান্তনুর অনুগামীরা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে তপ্ত মতুয়াগড়। উত্তেজনা ঠাকুরবাড়িতে। সফরের আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অভিষেককে রুখে দেওয়ার যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। যদিও শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় ঠাকুরবাড়িতে ঢোকেন, পুজোও দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। কিন্তু তিনি বেরিয়ে যেতেই নাটকীয় পরিস্থিতি। চরম উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শান্তনু ঠাকুরের অনুগামীরা ধিক্কার স্লোগান দিতে শুরু করেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দির ‘অপবিত্র’ হয়েছে, এই অভিযোগে ঠাকুরবাড়ির পবিত্র ‘কামনা সাগরের’ জল ও গোবর জল দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো রাস্তা ধুয়ে ফেলে ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া শুরু করেন শান্তনুর অনুগামীরা।

Published on: Jan 09, 2026 09:10 PM