AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mississippi Tornado: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিসিসিপিতে

Mississippi Tornado: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিসিসিপিতে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 27, 2023 | 6:47 PM

Share

রাস্তায় উল্টে পড়ে রয়েছে গাড়ি,প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘরবাড়ি। মাইলের পরহ মাইল জুড়ে শুধুই ধ্বংসস্তূপ ও কান্নার শব্দ। একের পর এক শহরে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়।

রাস্তায় উল্টে পড়ে রয়েছে গাড়ি,প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘরবাড়ি। মাইলের পরহ মাইল জুড়ে শুধুই ধ্বংসস্তূপ ও কান্নার শব্দ। একের পর এক শহরে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। ক্যালিফোর্নিয়ার পর এবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ল মিসিসিপিতে। টর্নেডো ও ব্যাপক ঝড়-বৃষ্টির কারণে কমপক্ষে ২৩ জনের মৃত্য়ু হয়েছে। শুক্রবার পশ্চিম মিসিসিপির সিলভার সিটিতে আছড়ে পড়ে টর্নেডো। রোলিং স্টোন শহরেও টর্নেডোর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৬০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ৪ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান,’মিসিসিপি জুড়ে যে ধ্বংসলীলা চলেছে,তার ছবি অত্যন্ত হৃদয় বিদারক। আমাদের পক্ষে যা কিছু সম্ভব, সব করা হবে। আমরা পাশে রয়েছি। এই ক্ষয়ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে যতই সময় লাগুক না কেন,আমরা পাশে রয়েছি’। ফেডেরাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফেও ত্রাণ সাহায্য পাঠানো হচ্ছে বলে জানান শহরের গভর্নর। শুক্রবার ঘূর্ণাবর্ত শক্তিশালী রূপ নিয়ে টর্নেডোর আকার নেয়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিও হয়। টর্নেডোর প্রভাবে মিসিসিপির বিশাল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক অঞ্চলে এখনও টর্নেডোর পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবারও দিনভর ঝড়বৃষ্টি হয়। এরপরে ঘূর্ণিঝড়টি আলাবামা প্রদেশে প্রবেশ করছে বলে জানা গিয়েছে।