Viral Video: মনের সুখে ফুটবল খেলে যাচ্ছে বাচ্চা হাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 27, 2023 | 3:56 PM

বাচ্চা হাতিটি খুশি মনে বল নিয়ে খেলছে। কখনও পা দিয়ে ও কখন আবার শুঁড় দিয়ে বলটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে । এমন এক সময় আসে যখন সে ফুটবলের পিছনে যেতে গিয়ে পড়ে যায়

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে,বাচ্চা হাতিটি খুশি মনে বল নিয়ে খেলছে। কখনও পা দিয়ে ও কখন আবার শুঁড় দিয়ে বলটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে । এমন এক সময় আসে যখন সে ফুটবলের পিছনে যেতে গিয়ে পড়ে যায়। তারপরেও যে সে হাপিয়ে যায়নি তা দেখিয়ে দেয়। আবার উঠে পড়েই সঙ্গে সঙ্গে বল নিয়ে আবার খেলতে শুরু করে। এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে Buitengebieden নামের জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট থেকে। তারপর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ৯ লাখেরও বেশি মানুষ দেখেছেন। ৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি রিটুইট করেছেন। কেউ বলেছেন,’ওকে এভাবে খেলতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল’।