Malda News: তিন দিন ধরে মৃতদেহ রেখে চিকিৎসা নার্সিংহোমের, দেখুন

| Edited By: সোমনাথ মিত্র

May 20, 2025 | 9:56 PM

মালদার কালিয়াচকে এক নার্সিংহোমে চিকিৎসার নামে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। পিত্তথলির অপারেশনে ভর্তি হওয়া ২৪ বছরের ছাত্র সাকিরুল ইসলাম শনিবারই অপারেশন টেবিলেই মারা যান বলে দাবি পরিবারের। অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তিনদিন ধরে জানায়, সাকিরুল অচৈতন্য অবস্থায় আইসিইউতে আছেন। দেখা করতেও দেওয়া হয়নি পরিবারের সদস্যদের। সন্দেহ হলে পরিবার অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায়। তদন্তে গিয়ে স্বাস্থ্য […]

মালদার কালিয়াচকে এক নার্সিংহোমে চিকিৎসার নামে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। পিত্তথলির অপারেশনে ভর্তি হওয়া ২৪ বছরের ছাত্র সাকিরুল ইসলাম শনিবারই অপারেশন টেবিলেই মারা যান বলে দাবি পরিবারের। অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তিনদিন ধরে জানায়, সাকিরুল অচৈতন্য অবস্থায় আইসিইউতে আছেন। দেখা করতেও দেওয়া হয়নি পরিবারের সদস্যদের। সন্দেহ হলে পরিবার অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায়। তদন্তে গিয়ে স্বাস্থ্য আধিকারিকরা জানতে পারেন, সাকিরুলের মৃত্যু হয়েছে আগেই। পরিবারের তরফে থানায় অভিযোগ, দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। দেখুন ভিডিয়ো