Basirhat ICDS News: মিড ডে মিল দেখতে কে?

Basirhat ICDS News: মিড ডে মিল দেখতে কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 22, 2023 | 5:25 PM

সাম্প্রতিককালে মিড ডে মিল নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ ঘটেছে বেশ কয়েকটি স্কুলে। কোথাও খাবারে পোকা আবার কোথাও অপৌষ্টিক খাবার। এই নিয়ে প্রশ্ন তুলেছিল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

সাম্প্রতিককালে মিড ডে মিল নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ ঘটেছে বেশ কয়েকটি স্কুলে। কোথাও খাবারে পোকা আবার কোথাও অপৌষ্টিক খাবার। এই নিয়ে প্রশ্ন তুলেছিল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। সেই সমস্যার সমাধানে উদ‍্যোগ নেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। বসিরহাটের ২নং ব্লকের মাটিয়া হাই স্কুলে মিড ডে মিল রান্না চলাকালীন হঠাৎই হানা জেলা শাসকের।

একদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বললেন। পাশাপাশি খাবারের মান যাচাই করে নিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী ও বসিরহাট ২নং ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন আচমকা স্কুলের মধ্যে ঢুকে পড়েন জেলা শাসক। রান্নার জায়গার পাশাপাশি খাবারের গুণগত মান সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত খাবার দিচ্ছে কি না এই দিন ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন জেলা শাসক। ইদানিংকালে মিড ডে মিলের খাবার মান নিয়ে রাজ্যের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ও হাইস্কুলের ক্ষোভ উগরে দিয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এমনকি প্রতিবাদ বিক্ষোভ করে রাস্তা অবরোধ করতেও দেখা গিয়েছিল। তারপরেই নড়েচড়ে বসলো প্রশাসন।