Suvendu at Khidirpur: ‘গোটা এলাকা বেচে দিয়েছে’, খিদিরপুরে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

| Edited By: Sharath S

Jun 20, 2025 | 5:47 PM

খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ডকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন, "এই আগুন পরিকল্পনামাফিক লাগানো হয়েছে, এটি সম্পূর্ণ 'ম্যান মেইড'।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি, গরিব ব্যবসায়ীদের তো নয়ই।”

খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ডকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন, “এই আগুন পরিকল্পনামাফিক লাগানো হয়েছে, এটি সম্পূর্ণ ‘ম্যান মেইড’।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি, গরিব ব্যবসায়ীদের তো নয়ই।”

প্রসঙ্গত, রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় খিদিরপুর বাজারের বহু দোকান। মঙ্গলবার সকাল পর্যন্তও কিছু জায়গায় আগুন জ্বলছিল। সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ী মার্কেট গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ঘোষণা করেন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

তবে অনেক ব্যবসায়ী এই আর্থিক সাহায্যকে যথেষ্ট বলে মনে করছেন না। তাঁদের মতে, দীর্ঘদিনের সব পুঁজি এক রাতেই ছারখার হয়ে গেল, এ ক্ষতি টাকা দিয়ে পূরণ সম্ভব নয়।
আর কী বললেন শুভেন্দু অধিকারী? দেখুন ভিডিয়ো

Published on: Jun 17, 2025 04:21 PM