Viral Video: ভরা রাস্তায় ছেলেটাকে চপ্পল দিয়ে মারল মেয়েটি, নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

| Edited By: Moumita Das

Mar 23, 2023 | 6:47 PM

মেয়েটি যখন চিৎকার করতে-করতে শাসাতে থাকে। তখন ছেলেটি কাকুতিমিনতি করতে থাকে,যাতে এই ভিডিয়ো রেকর্ড না করা হয়। মেয়েটি তারপরে বলে ওঠে,'তুমি আমাকে কী ভাবো?

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলেটির কলার ধরে তাঁকে রীতিমতো হুমকি দিচ্ছে মেয়েটি। মেয়েটিকে বলতে শোনা গিয়েছে,’লাইভ ভিডিয়োতে তুমি আমাকে নোংরা কথা লিখেছিলে কেন?’। উত্তরে ছেলেটি বলে, ‘আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমাকে’। কিন্তু মেয়েটি কোনও দিক থেকেই ছেলেটির ক্ষমাপ্রার্থনা স্বীকার করতে রাজি নয়। ছেলেটির গালে একটি থাপ্পড় কষিয়ে মেয়েটি বলে,’তুমি জানো না, সিনিয়রদের কীভাবে সরি বলতে হয়?। আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট আছে। আমি কি সেগুলো দেখিয়ে দেব?’। মেয়েটি যখন চিৎকার করতে-করতে শাসাতে থাকে। তখন ছেলেটি কাকুতিমিনতি করতে থাকে,যাতে এই ভিডিয়ো রেকর্ড না করা হয়। মেয়েটি তারপরে বলে ওঠে,’তুমি আমাকে কী ভাবো?। কীভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, তুমি জানো না’। তারপরে পা থেকে চপ্পল তুলে নিয়ে ছেলেটির দিকে মারতে থাকে মেয়েটি। টুইটারে Arhant Shelby নামের এক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করেছিলেন। এর মধ্যেই ভিডিয়োর ভিউ ৪০ হাজার ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ ভিডিয়োতে কমেন্ট করেছেন। কেউ মেয়েটির এমন আচরণের জন্য তাঁকে ভর্ৎসনা করেছেন। কেউ আবার বলেছেন,’ছেলেটি যা কাজ করেছে, তার জন্য এটাই প্রাপ্য ছিল’।

Published on: Mar 23, 2023 06:47 PM