Great Wall Of China: ভাঙা হল চিনের পাঁচিল
ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের প্রাচীর। সম্প্রতি একটি এক্সক্যাভেটার দিয়ে প্রাচীরের দুর্বল অংশ ভাঙেন ২ নির্মাণ কর্মী। চিনা সংবাদ মাধ্যমের খবর একটি শর্টকাট রাস্তা তৈরি করার জন্য এই কাজ করেন তাঁরা. তাদের আটক করেছে শি জিনপিং প্রশাসন।
ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের প্রাচীর। সম্প্রতি একটি এক্সক্যাভেটার দিয়ে প্রাচীরের দুর্বল অংশ ভাঙেন ২ নির্মাণ কর্মী। চিনা সংবাদ মাধ্যমের খবর একটি শর্টকাট রাস্তা তৈরি করার জন্য এই কাজ করেন তাঁরা. তাদের আটক করেছে শি জিনপিং প্রশাসন। ধৃতদের মধ্যে একজন মহিলা, বয়স ৫৫ বছর। অপর ধৃত পুরুষ নির্মাণ কর্মীর বয়স ৩৮। ঘটনায় অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের কোনও সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঐতিহাসিক এই পাঁচিলের বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত। ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়। এই রকমই একটি ফাটল কেটে আরও বড় করতে চাইছিল অভিযুক্তরা। আশঙ্কা এর ফলে ভেঙে পড়তে পারে চিনের প্রাচীর। জিনপিং প্রশাসন এর মেরামতি করবে। প্রত্নতাত্ত্বিকরা ঘুরে দেখেছেন পাঁচিলের ক্ষতিগ্রস্ত অঞ্চল। এর আগে ২০১৬এ দেখা যায় ঐতিহাসিক চিনের প্রাচীরের ৩০% ধ্বংসপ্রাপ্ত। ৮,৮৫১ কিলোমিটার পাঁচিলের মাত্র ৮% ঠিকঠাক অবস্থায়। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই পাঁচিল। খ্রিস্টপূর্ব ৫ম শতকে মিং রাজাদের আমলে তৈরি হয় এই গ্রেট ওয়াল। পাথর আর মাটি দিয়ে তৈরি এই প্রাচীর।