Panihati News: ভাগাড় নিয়ে ক্ষোভ, রাজনীতি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 27, 2023 | 7:52 PM

দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় আবর্জনা স্তুপের ভাগাড় রয়েছে। পানিহাটিতে ভাগাড় বন্ধ করে দিল এলাকার স্থানীয় মানুষ, শাসকদলের প্রশাসনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ঘটনায় উত্তেজনা রামচন্দ্রপুর এলাকায়। 

পানিহাটিতে ভাগার বন্ধ করে দিল এলাকার স্থানীয় মানুষ, শাসকদলের প্রশাসনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ঘটনায় উত্তেজনা রামচন্দ্রপুর এলাকায়।

দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় আবর্জনা স্তুপের ভাগাড় রয়েছে। ভাগাড়ের আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বসবাসের পাশাপাশি এলাকায় রয়েছে হোমিওপ্যাথি ও পশু হাসপাতাল। ভাগাড় স্থানান্তরিত করার জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি চিহ্নিতও হয়েছিল।২০১৮ সালে সেই জমির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও ভাগার স্থানান্তরিত হয়নি।আজ সকাল থেকে এলাকা স্থানীয় বাসিন্দারা ভাগাড়ের সামনে বিক্ষোভ দেখায়।পাশাপাশি পানিহাটি পৌরসভার ময়লা আবর্জনা ফেলার গাড়িকে ঢুকতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পানিহাটি রামচন্দ্রপুর এলাকায়। আবর্জনার দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।এতটাই দুর্গন্ধ এলাকায় যে বাসিন্দাদের ধূপকাঠি জ্বালিয়ে তাদের দৈনন্দিন খাবার খেতে হয়। গোটা ঘটনা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তী।আর শাসকদলের প্রশাসনের এই ধরনের গাফিলতিতে সরব হওয়ার পাশাপাশি এত বছর ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন শাসক দলের পরিচালিত প্রশাসন ব্যবস্থা নিল না তাই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব…..