Submarine Titan: ফাঁস হল টাইটান বিস্ফোরণের কারণ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 18, 2023 | 7:04 PM

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সাবমেরিন টাইটানের ক্ষতি হল। এই সাবমেরিনের বিস্ফোরণে মারা গেল ৫ জন। বিস্ফোরণে কারণ তুলে ধরেছেন বায়োকেমিস্ট ফিলিপ ই ম্যাসন। তিনি বলেন, কোনও একটি ছোট ছিদ্রের জন্য টাইটানের এমন অবস্থা হতে পারে। সমুদ্র থেকে ৩,৫০০ মিটার নীচে যখন টাইটান ছিল তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সাবমেরিন টাইটানের ক্ষতি হল। এই সাবমেরিনের বিস্ফোরণে মারা গেল ৫ জন। বিস্ফোরণে কারণ তুলে ধরেছেন বায়োকেমিস্ট ফিলিপ ই ম্যাসন। তিনি বলেন, কোনও একটি ছোট ছিদ্রের জন্য টাইটানের এমন অবস্থা হতে পারে। সমুদ্র থেকে ৩,৫০০ মিটার নীচে যখন টাইটান ছিল তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। কিন্তু কীভাবে ছিদ্র হল জলযানে ? বিশেষজ্ঞের মতে, সাবমেরিনের পেছনের দিকে অংশ টাইটানিয়ামের তৈরি। সেটি সহজে তুবড়ে যেতে পারে। আটলান্টিকের গভীরতা অনেক বেশি থাকার জন্য সেখানে জলের চাপ প্রবল ছিল। সেই কারণে সাবমেরিনের সমস্যায় পড়তে পারে। টাইটানের বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ২০২১ সালে প্রথমবার সফল হয় টাইটান। তবে টাইটানের দুর্ঘটনার পরে অনেক ভুল খবর ছড়ানো হচ্ছে বলে দাবি এক সংস্থার।