Russia-Ukraine war: ফাঁস হল রুশ সেনার মৃত্যুর সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 18, 2023 | 6:46 PM

ইউক্রেন যুদ্ধে কতজন সেনা রাশিয়ার মারা গেছে জানেন? জানা গিয়েছে, মস্কো তথ্য গোপন করছে সেনার মৃত্যু সংখ্যা। রিপোর্টে জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার রুশ সেনা মারা গেছেন। রিপোর্ট জানা যায়, মস্কো দাবি করেছে ৬০০০ রুশ সেনা মারা গিয়েছে। গোপন রাখা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

ইউক্রেন যুদ্ধে কতজন সেনা রাশিয়ার মারা গেছে জানেন? জানা গিয়েছে, মস্কো তথ্য গোপন করছে সেনার মৃত্যু সংখ্যা। রিপোর্টে জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার রুশ সেনা মারা গেছেন। রিপোর্ট জানা যায়, মস্কো দাবি করেছে ৬০০০ রুশ সেনা মারা গিয়েছে। গোপন রাখা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ।সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে রাশিয়ায় গণ কবরের বেশকিছু ছবি। কবরস্থানের ছবি অনুযাযী, ২৭,৪২৩ জন মৃত রুশ সেনাকে দেখা গিয়েছে ৭ জুলাই পর্যন্ত । বিভিন্ন সূত্র থেকে রাশিয়ার মৃত্যুর খবর জানা গিয়েছে। এই বছরে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক তথ্য দিয়েছে রুশ সেনা মারা যাওয়ার খবর। সেখানে বলা হয়, প্রায় ৬০,০০০ রুশ সেনা মারা যায়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী,প্রায় ৪৩,০০০ রুশ সেনা মারা যায় যুদ্ধের প্রথম বছরে। দাবি করা হয়েছে,অঙ্গহানির জন্য অনেক রুশ সেনা মারা যায়। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা পরিষেবা উন্নত হলে,মৃত্যুর সংখ্যা কমানো যেত বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের।