Amit Malviya: বাংলায় কমেছে করদাতার সংখ্যা, তথ্য দিয়ে খোঁচা অমিত মালব্যর!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 02, 2025 | 5:09 PM

Amit Malviya On Tax: । তথ্য দিয়ে এবার খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর বক্তব্য, বাংলায় নেই শিল্প, নেই কর্মসংস্থান। এরাজ্যে উপার্জন কম, রোজগার কম। মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সামাজিক মাধ্যমে এবার খোঁচা দিলেন অমিত মালব্য।

কলকাতা: বাংলায় কমেছে করদাতার সংখ্যা। তথ্য দিয়ে এবার খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর বক্তব্য, বাংলায় নেই শিল্প, নেই কর্মসংস্থান। এরাজ্যে উপার্জন কম, রোজগার কম। মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সামাজিক মাধ্যমে এবার খোঁচা দিলেন অমিত মালব্য। এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। বিধায়ক অশোক বলেন, “২০২৪-২৫ সালে অ্যাসেসমেন্ট, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল ২ লক্ষ। তার আগের বছর বৃদ্ধি হয়েছিল ৩ লক্ষ। অর্থাৎ কমেছে। কারণ মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছে। বাংলার মধ্যবিত্ত মানুষের জন্য করে যদি ছাড় মেলে, তাহলে তো ট্যাক্স রিলিফ হল।” তাঁর মতে, এটা মোদী সরকারের উপহার।