I-PAC Case: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ ও তৃণমূল! পরবর্তী শুনানি কবে?
Supreme Court: স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়, তেমনই লোকাল থানার অনুমোদন নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তও পুরোপুুরি আইনসিদ্ধ।
I-PAC মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি। স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়, তেমনই লোকাল থানার অনুমোদন নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তও পুরোপুুরি আইনসিদ্ধ। একইসঙ্গে তদন্তের মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন সেগুলিও সংরক্ষনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
Published on: Jan 15, 2026 11:09 PM