Howrah News: বানচাল ডাকাতি

পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতি। গ্রেপ্তার হাওড়ার দুই দুষ্কৃতী। মধ্য রাতে ইলেক্ট্রনিক্স শোরুমের শাটার ভেঙে ডাকাতির চেষ্ঠা। ব্যান্ডেল দক্ষিণ নারায়ণপুর এলাকায় জিটি রোড সংলগ্ন এলাকায় রয়েছে বিনা ট্রেডিং নামের একটি ইলেকট্রনিক্স দ্রব্যের শোরুম।

Howrah News: বানচাল ডাকাতি
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 6:36 PM

পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতি। গ্রেপ্তার হাওড়ার দুই দুষ্কৃতী। মধ্য রাতে ইলেক্ট্রনিক্স শোরুমের শাটার ভেঙে ডাকাতির চেষ্ঠা। ব্যান্ডেল দক্ষিণ নারায়ণপুর এলাকায় জিটি রোড সংলগ্ন এলাকায় রয়েছে বিনা ট্রেডিং নামের একটি ইলেকট্রনিক্স দ্রব্যের শোরুম। পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে দুটো নাগাদ জিটি রোডে টহল দেওয়ার সময় কয়েকজন কে দাড়িয়ে থাকতে দেখেন রাতের টহলদারি পুলিশ আধিকারিক এসআই সৌরভ দাস। গাড়ির আলোয় সৌরভ দেখেন শোরুমের শাটারের একটা অংশ ভেঙে প্রায় দু ফুট তুলে ফেলা হয়েছে।

ঘটনাস্থলে তখন পাঁচ জন ছিলো। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো। পুলিশ দেখা মাত্রই তিনজন শোরুমের পাশের রাস্তা ধরে দৌড়ে পালায়। একজন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের দিকে তাক করে। পুলিশ এগিয়ে যেতেই ওই দুষ্কৃতীও দৌড়ে পালায়। খবর পৌঁছয় ব্যান্ডেল ফাঁড়ি এবং চুঁচুড়া থানায়। চারদিক থেকে ঘিরে ফেলা হয় গোটা এলাকাকে। তল্লাশি চালিয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ। জানা যায় ধৃত দুজন হাওড়ার সাকরাইলের হিরাপুরের বাসিন্দা সুরজিৎ দাস ওরফে বরকা ও গোপাল চালতা ওরফে শুভঙ্কর। পুলিশি জেরায় জানা গেছে, ডাকাত দলে সাত জন ছিলো।

মাহিন্দ্রা পিকআপ ভ্যান নিয়ে ওই ডাকাত দল হিরাপুর থেকে ব্যান্ডেল এসেছিল। ঘটনাস্থলের কিছুটা দূরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলো বাকি দুজন। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। দোকান মালিক শঙ্কর বিশ্বাস জানান গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়।রাতেই পুলিশ ফোন করে জানায় যে দোকানে এই ঘটনা ঘটেছে।ব্যান্ডেলে চোর ভরে গেছে।পুলিশ টহল দেয়।ভালো কাজ করেছে।

Follow Us: