Pilot Salary Increasing: এক ধাক্কায় পাইলটদের বাড়ছে বেতন
Pilots: স্পাইসজেট সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছে। বেতন বাড়ছে স্পাইসজেটের কর্মীদের। বেতন বাড়ছে ফ্লাইটের ক্য়াপ্টেনদের। ফ্লাইটের ক্য়াপ্টেনদের বেতন বেড়ে হবে ৭.৫ লক্ষ টাকা।
স্পাইসজেট সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছে। বেতন বাড়ছে স্পাইসজেটের কর্মীদের। বেতন বাড়ছে ফ্লাইটের ক্য়াপ্টেনদের। ফ্লাইটের ক্য়াপ্টেনদের বেতন বেড়ে হবে ৭.৫ লক্ষ টাকা। ১৬ মে থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। ক্য়াপ্টেনদের উড়ান পরিচালন করতে হবে ৭৫ ঘণ্টা। কমানো হচ্ছে উড়ানের গড় সময়। কর্মীদের দেওয়া হবে লয়ালটি রিওয়ার্ড। এক মাসে কর্মীরা লয়ালিটি রিওয়ার্ড পেতে পারেন সর্বাধিক ১ লক্ষ টাকা। পাইলট ছাড়াও বেতন বাড়বে ফার্স্ট অফিসারদের। বেতন বৃদ্ধি করা হবে ফ্লাইট ট্রেনারদেরও। আর্থিক মন্দার জন্য অনেক উড়ান সংস্থা কর্মী ছাঁটাই করছেন। কিন্তু এই সময় এ বেতন বাড়াছে স্পাইসজেট। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সারা দেশে স্পাইসজেটের মোট বিমান যাতয়াত করে ২৫০টি। স্পাইসজেটের বাণিজ্যিক বিমান আছে বোয়িং ৭৩৭ ম্যাক্স,কিউ৪০০এস।