Samsing Tea Garden: পুজোর মুখে বন্ধ চা বাগান
পুজোর মুখে বন্ধ হয়ে গেল সামসিং চা বাগান। আর্থিক অনটনের জন্য বাগান বন্ধ করার নোটিশ দিল মালিকপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়লো বাগানের প্রায় ১২০০ শ্রমিক। মঙ্গলবার বাগানে কাজে যোগ দিতে গেলে বন্ধের কথা জানতে পারেন শ্রমিকরা।। পুজোর মুখে বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের।
পুজোর মুখে বন্ধ হয়ে গেল সামসিং চা বাগান। আর্থিক অনটনের জন্য বাগান বন্ধ করার নোটিশ দিল মালিকপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়লো বাগানের প্রায় ১২০০ শ্রমিক। মঙ্গলবার বাগানে কাজে যোগ দিতে গেলে বন্ধের কথা জানতে পারেন শ্রমিকরা।। পুজোর মুখে বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের।লক আউট নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন থেকে এই চা বাগান আর্থিক সংকটের মধ্যে রয়েছে।
কিন্তু দিনকে দিন সমস্যা বাড়ছে চা বাগানে। এরপরেও বাগান শ্রমিকদের মজুরি সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন কর্তৃপক্ষ। শেষমেষ কোন উপায় না থাকায় বাগান বন্ধ করতে বাধ্য হন তারা। বাগানের ফ্যাক্টরির গেট ছিল বন্ধ, ফ্যাক্টরিতেও কোন কাজকর্ম হয়নি। বাগানে ছিল না কোনো অফিস কর্মীও। বাগান বন্ধের নোটিশ পেয়ে বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা জলপাইগুড়ির ডিএলসি অফিসে যান। এদিন বাগানের শ্রমিকদের কোন বিক্ষোভ না থাকায় শ্রমিকদের বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিক নেতারাও বাইরে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।