Basirhat News: বিশ্ব বিজ্ঞানে স্থান বসিরহাটের বিজ্ঞানীর
বিশ্বের মানচিত্রে গণিত চর্চায় স্থান করে নিলেন বসিরহাট কলেজের গণিতের অধ্যাপক সুদীপ মন্ডল। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত পৃথিবীব্যাপী গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন বসিরহাট কলেজের গণিতের সহকারী অধ্যাপক ডক্টর সুদীপ মন্ডল।
বিশ্বের মানচিত্রে গণিত চর্চায় স্থান করে নিলেন বসিরহাট কলেজের গণিতের অধ্যাপক সুদীপ মন্ডল। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত পৃথিবীব্যাপী গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন বসিরহাট কলেজের গণিতের সহকারী অধ্যাপক ডক্টর সুদীপ মন্ডল। গর্বিত বসিরহাট কলেজের অন্যান্য অধ্যাপক থেকে শুরু করে গোটা কলেজের ছাত্র-ছাত্রীরা। সুদীপবাবু শুধু বসিরহাটের গর্ব নন। রাজ্য তথা দেশের গর্ব। এই সম্মান অর্জনের পর গর্বিত গোটা কলেজ তাকে বিভিন্ন স্মারক ও সম্মান দিয়ে সংবর্ধিত করছে।
বসিরহাটের বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামে বাড়ি সুদীপ বাবুর। ছোট থেকেই স্বপ্ন দেখতেন গণিত নিয়ে চর্চা করার। বরাবরই গণিতের ওপর তার দক্ষতা ছিল। তাই আজ বিশ্বের দরবারে গণিত চর্চায় স্বীকৃতি পেলেন মন্ডল পরিবারের এই কৃতি সন্তান। গর্বিত বাবা-মা থেকে শুরু করে গ্রামবাসীরাও। সুদীপবাবু জানান, ছাত্র ছাত্রীরা গণিতের উপরে একটু চর্চা করলেই আরো বেশি করে জীবনে এগিয়ে যেতে পারবে। অধ্যাপকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বহু ছাত্রছাত্রীরা আগামীদিনের স্বপ্ন দেখছেন দেশ তথা বিশ্বের দরবারে তাদের সাফল্য তুলে ধরার। বসিরহাট কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার মন্ডল বলেন, “অধ্যাপক সুদীপ মণ্ডলের সাফল্য শুধু বসিরহাটের নয়, রাজ্য, দেশ তথা বিশ্বের দরবারে বসিরহাট কলেজের নাম তিনি উজ্জ্বল করেছেন। আমরা সবাই গর্বিত। তার আগামী দিনের আরো বড় সাফল্যের দিকে আমরা তাকিয়ে রয়েছি।”