Sonu Nigam News: সাবধান করলেন গায়ক, সোনুর নাম ভাঙিয়ে এ কী কাণ্ড?
সোনু নিগমের ম্যানেজার পরিচয় দিয়ে দস্তুর মতো টাকা তুলছেন এক মহিলা। সেই ফেক অ্যাকাউন্টের ছবি সব সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন গায়ক। সাবধান করলেন ভক্তদের। জানালেন, প্রতারণা থেকে সতর্ক থাকতে।
বিপত্তিতে আলিয়া-রণবীর
আলিয়া ভাট ও রণবীর সিং-এর ছবি রকি অউর রানি কি প্রেম কহানি মুক্তির দ্বিতীয় দিনেই ঘোর বিপত্তি। অনলাইনে সম্পূর্ণ ছবি এবার লিক হয়ে গেল। মাত্র দুই দিনে এই ছবি মোট ২৭ কোটি আয় করেছে। তবে অনলাইনে ছবি লিক হয়ে যাওয়ায় এবার ছবির বক্স অফিস নিয়ে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।
সাবধান করলেন সোনু
সোনু নিগমের ম্যানেজার পরিচয় দিয়ে দস্তুর মতো টাকা তুলছেন এক মহিলা। সেই ফেক অ্যাকাউন্টের ছবি সব সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন গায়ক। সাবধান করলেন ভক্তদের। জানালেন, প্রতারণা থেকে সতর্ক থাকতে।
বিগ বস নিয়ে কী বললেন সলমন?
বিগ বস ওটিটি ছাড়ছেন সলমন খান? এবার জল্পনার মাঝে মুখ খুললেন সলমন খান। জানালেন, তিনি এই শো করেন দর্শকদের জন্য। দর্শকদের জন্যই এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন। তাই তিনি মুখে শো ছাড়ার কথা বললেও ফিরে ফিরে আসেন। ফলে শো ছাড়ার কোনও প্রশ্নই নেই।
রণবীরের পর্দা ফাঁস?
রণবীর কাপুর নাকি কঙ্গনা রানাওয়াতকে ডেট করতে চেয়েছিলেন? সম্প্রতি এমনই ইঙ্গিত করলেন বলিউড কুইন। তাঁর কথায়, রণবীর বারবার অনুরোধ করার সত্ত্বেও তিনি রাজি হননি, তাঁর চরিত্রের কথা মাথায় রেখেই। যদিও তাঁর সম্পূর্ণ পোস্টে কোথাও রণবীরের নাম উল্লেখ ছিল না।
সংসার ভাঙছে ফারদিনের
অভিনেতা ফারদিন খান এবং তাঁর স্ত্রী নাতাশা মাধবানি এবার বিবাহ বিচ্ছেদের পথে। দীর্ঘ ১৮ বছরের বিবাহের সম্পর্ক এবার ভাঙার পালা। তবে এই সিদ্ধান্ত তাঁরা একসঙ্গেই নিয়েছেন। যদিও বলিউডের অন্দরমহের খবর, তাঁরা বহুদিন থেকেই আলাদা থাকেন।
কীসের আক্ষেপ ধর্মেন্দ্রর?
বহুদিন পর পর্দায় একসঙ্গে অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমি। এতদিন পর একসঙ্গে জুটি বাঁধার কারণ নিয়ে মুখ খুললেন বলিউডের হি-ম্যান। জানান, তিনি ও শাবানা আজমি এক ছবিতে কাজ করছিলেন, নাম বিচ্ছু, তবে সেই ছবির কাজ শেষ হয় না। তাই ধর্মেন্দ্র জানান, সেই আক্ষেপই এবার উগরে দিয়েছেন তিনি।
আবেগঘন জিতু
সমাজ নিয়ে এবার এক আবেগঘন পোস্ট করলেন অভিনেতা জিতু কামাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করলেন, সেখানেই উল্লেখ করা, তোমার শ্রম কেউ দেখবে না। কিন্তু তোমার দোষ ধরতে সকলেই হাজির হবেন। কিছু বড় করতে না পারলেন তোমার খামতি খুঁজে বার করা হবে।
বিরতিতে স্বস্তিকা
স্বস্তিকা দত্তর ধারাবাহিক তোমার খোলা হাওয়া শেষ। বেজায় মন খারাপ দর্শকদের। কবে আবার ফিরবেন স্বস্তিকা পর্দায়? সম্প্রতি স্বস্তিকা দত্ত জানালেন, তিনি এখন কিছুদিন বিরতিতে থাকতে চান। এখনই ফিরছেন না ধারাবাহিকে।
অঙ্কুশকে কটাক্ষ
গ্রীসে ছুটি কাটাতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখান থেকেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়। সদ্য মহানায়ক উত্তমকুমার পুরস্কারে সম্মানীত হয়েছেন তিনি। সেই প্রসঙ্গে তুলে নেটিজ়েনরা লিখলেন, ‘আরে মহানায়ক দা যে …।’