মুখ্যমন্ত্রীর সঙ্গে ১০ মিনিট মিটিং করতে চান জ‌ওয়ান পূর্ণমের স্ত্রী

| Edited By: সোমনাথ মিত্র

May 11, 2025 | 8:41 PM

হতে চলল ২০ দিন, আজ‌ও ফিরল না ঘরের ছেলে। বিএসএফ জ‌ওয়ান পূর্ণমকে দেশে ফেরাতে পারল না সরকার। ফ্ল্যাগ মিটিং হয়েছে একাধিকবার, পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছেন পাঠানকোট, মিডিয়ার কাছে তুলে ধরেছেন আর্তনাদ, তবুও কোন‌ও সুরাহা নেই। এই যুদ্ধ আবহে ভয়ে কুঁকড়ে রয়েছেন তিনি। সান্তনা দিয়েছেন শাসকদল থেকে বিরোধী সকলেই। পূর্ণমের স্ত্রী চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে আর্জি […]

হতে চলল ২০ দিন, আজ‌ও ফিরল না ঘরের ছেলে। বিএসএফ জ‌ওয়ান পূর্ণমকে দেশে ফেরাতে পারল না সরকার। ফ্ল্যাগ মিটিং হয়েছে একাধিকবার, পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছেন পাঠানকোট, মিডিয়ার কাছে তুলে ধরেছেন আর্তনাদ, তবুও কোন‌ও সুরাহা নেই। এই যুদ্ধ আবহে ভয়ে কুঁকড়ে রয়েছেন তিনি। সান্তনা দিয়েছেন শাসকদল থেকে বিরোধী সকলেই। পূর্ণমের স্ত্রী চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে, আর এবার তার স্পষ্ট অনুরোধ, দশ মিনিটের জন্য হলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করতে চান। কী বলছেন তিনি? দেখুন ভিডিয়ো