Weather Update: এবারের গরমে কলকাতার তাপমাত্রা ছোঁবে প্রায় ৫০ ডিগ্রি

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 01, 2023 | 2:59 PM

চার পাঁচ দিন গরম বাড়বে। কলকাতায় পাঁচ দশ মিনিটের সম্ভাবনা থাকলেও লাভের লাভ কিছু হবে না। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিমের জেলায় তাপ প্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি। তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ৫০ শতাংশে আশেপাশে

অস্বস্তিকর গরম বাড়বে। হাঁসফাঁস গরম। ফলে রোদে সাবধান না হলে বিপদ। চার পাঁচ দিন গরম বাড়বে। কলকাতায় পাঁচ দশ মিনিটের সম্ভাবনা থাকলেও লাভের লাভ কিছু হবে না। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিমের জেলায় তাপ প্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি। তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ৫০ শতাংশে আশেপাশে। এই দুইয়ের যোগফলে তাপমাত্রা ৪৬ থেকে ৪৮ ডিগ্রির মতো মনে হবে এই অস্বস্তিকর গরম চূড়ান্ত অস্বাস্থ্যকর বলেই সর্তকতা নিতে বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। জি কে দাস, অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন সতর্ক থাকতে হবে, দিনের বেলা রোদের মধ্যে না বেরোলেই ভালো। কারণ এই গরম ক্ষতিকারক হবে।