Viral Video: সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার ঘুম উড়িতে দিতে পারে!

Feb 13, 2023 | 11:36 PM

Viral: নাটকীয় ক্লিপটি টুইটারে শেয়ার করা হয়েছে @ViciousVideos নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ভিউ হতে চলেছে প্রায় 3 লাখের কাছাকাছি!

সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার ঘুম উড়িতে দিতে পারে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। আর সেই সিঁড়িটি একটি দুর্বল গাছের সঙ্গে হেলান দেওয়া আছে। ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছেন, তার কয়েক ফুট নীচেই রয়েছে ডজন খানেক কুমির। নাটকীয় ক্লিপটি টুইটারে শেয়ার করা হয়েছে @ViciousVideos নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ভিউ হতে চলেছে প্রায় 3 লাখের কাছাকাছি। ভিডিয়োটি দেখে নেটিজেনরা হতবাক হওয়ার পাশাপাশি উদ্বিগ্ন। ঘটনার পরের পরিণতি কতটা বিপজ্জনক হতে পারে তা অনেকেই উল্লেখ করেছেন। একজনের বক্তব্য, ‘ও বাবা! আমি তো নীচের দিকে তাকিয়েই থাকতে পারছি না’। একজন যোগ করলেন, ‘আমার তো বুক ধুকপুক করছে’।

Published on: Feb 13, 2023 11:36 PM