Viral Giant Banana: একটা কলার ওজনই ৩ কেজি, গোটা বিশ্বে এই মুহূর্তে ব্যাপক ভাইরাল এই দৈত্যাকার কলা
অবাক করার মতো বিষয়টি হল এই বিরাট সাইজের কলাগুলি পাকতে পাঁচ বছর পর্যন্ত সময় নেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বিশ্বের সবথেকে বড় প্রজাতির কলার নাম ‘মুসা ইনজেন্স’
বিশ্বের সবথেকে বড় প্রজাতির কলা গাছ 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই বড়সড় কলার কাঁদির ওজন ৬০ কেজি। তাহলে একটা কলার ওজন কত, তা একবার ভেবেই দেখুন । কলাগুলির ওজন ৩ কেজি পর্যন্ত হতে পারে। এক একটি কলার কাঁদি ৩০০টি ফল ধরে রাখতে পারে। অবাক করার মতো বিষয়টি হল এই বিরাট সাইজের কলাগুলি পাকতে পাঁচ বছর পর্যন্ত সময় নেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বিশ্বের সবথেকে বড় প্রজাতির কলার নাম ‘মুসা ইনজেন্স’। অস্ট্রেলিয়ার পাপুয়া নিউ গিনি অঞ্চলেই হয় এই রাক্ষুসে কলা। গাছের গোড়াটি ১৫ মিটার। গাছের পাতাগুলি মাটি থেকে ২০ মিটার পর্যন্ত উপরে থাকে। কলার কাঁদি ৪৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফলগুলি ডিম্বাকৃতির এবং প্রায় ১৮ সেন্টিমিটার বা ৭ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।
Latest Videos