Coromandel Express Derailed: রেল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি নিয়ে সারেঙ্গার বাড়িতে ফিরলেন যুবক

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 03, 2023 | 1:26 PM

গতকাল রাতে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় আশিস রজকের পরিবার। আজ সকাল ৯ টা নাগাদ আহত আশিসকে উদ্ধার করে সারেঙ্গার বাড়িতে ফেরে আশিষের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা আশিস রজক এ রাজ্যের আরো এগারো জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে চেন্নাইয়ে একটি কারখানার কাজে যোগ দিতে যাচ্ছিলেন আশিস

ট্রেন দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি নিয়ে বাঁকুড়ার সারেঙ্গার বাড়িতে ফিরলেন আশিস রজক। গতকাল রাতে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় আশিস রজকের পরিবার। আজ সকাল ৯ টা নাগাদ আহত আশিসকে উদ্ধার করে সারেঙ্গার বাড়িতে ফেরে আশিষের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা আশিস রজক এ রাজ্যের আরো এগারো জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে চেন্নাইয়ে একটি কারখানার কাজে যোগ দিতে যাচ্ছিলেন আশিস। গতকাল তিনি খড়্গপুর থেকে করমন্ডল এক্সপ্রেসে চেপে বসেছিলেন। আশিসের দাবী হঠাৎই ট্রেনে ঝাঁকুনি অনুভব করেন আশিস। তারপরই ট্রেন থেকে ছিটকে পড়েন আশিস। আশিষের দাবী ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান আশিস। পরে জ্ঞান ফিরতেই দেখেন বীভৎস ট্রেন দুর্ঘটনার ছবি। এর পরেই নিজের ফোন থেকে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান তিনি। আশিসের ফোন পেতেই গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্যেশ্যে রওনা দেন পরিবারের লোকজন। এরপর আহত আশিসকে উদ্ধার করে ফিরিয়ে আনেন পরিবারের লোকজন।