Bankura News: চোরকে চিনে ফেলতেই খুন?
নিজের বাড়িতেই এক আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানার খড়খড়ি গ্রামে। আজ সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে বাড়ির বাথরুম থেকে ওই আইসিডিএস কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অপর্ণা কুন্ডু।
নিজের বাড়িতেই এক আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানার খড়খড়ি গ্রামে। আজ সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে বাড়ির বাথরুম থেকে ওই আইসিডিএস কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অপর্ণা কুন্ডু। স্থানীয়দের দাবী বাড়িতে চুরি করতে আসা চোরকে চিনে ফেলাতেই ওই আইসিডিএস কর্মীকে খুন করে ফেলা হয়েছে। Death স্বামী অনেকদিন আগে মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনিও শ্বশুরবাড়িতে থাকেন। এমতাবস্থায় বাঁকুড়ার খড়খড়ি গ্রামে নিজের বাড়িতে একাই থাকতেন স্থানীয় লেউকিডাঙ্গা গ্রামের আইসিডিএস কেন্দ্রের কর্মী অপর্না কুন্ডু। অপর্নার মা থাকতেন গ্রামেই থাকা অন্য মেয়ের কাছে। আজ সকালে অপর্না বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় মায়ের। পরে মায়ের ডাকে প্রতিবেশীরা অপর্নার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অপর্না বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তালডাংরা থানায় খবর দেওয়া হলেMurder পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয়দের দাবী অপর্নার বাড়ির জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। তাতেই সন্দেহ গতকাল রাতে ওই বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। চুরি করার সময় অপর্না সম্ভবত কোনো চোরকে চিনে ফেলেছিলেন। এই অবস্থায় ধরা পড়ার ভয়ে দুস্কৃতিরা অপর্ণাকে খুন করে বাথরুমে ফেলে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবীতে সরব হয়েছেন মৃতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

