Shah Rukh Khan: কিসে নির্লজ্জ শাহরুখ খান?

Shah Rukh Khan: কিসে নির্লজ্জ শাহরুখ খান?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 30, 2023 | 3:46 PM

জওয়ান জ্বরে আক্রান্ত গোটা দেশ। ৬ দিনে ৬০০ কোটি টাকা রোজগার করেছে শাহরুখ খানের জওয়ান। পাঠানের সাফল্যের পর জওয়ানের সাফল্য নতুন করে জোয়ার এনেছে বলিউডের ছবিতে।

জওয়ান জ্বরে আক্রান্ত গোটা দেশ। ৬ দিনে ৬০০ কোটি টাকা রোজগার করেছে শাহরুখ খানের জওয়ান। পাঠানের সাফল্যের পর জওয়ানের সাফল্য নতুন করে জোয়ার এনেছে বলিউডের ছবিতে। ৯০ ক্যারিয়ার শুরু করা শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে অনেকেরই। শাহরুখ বলছেন ‘টাকা রোজগার করা দোষের নয়’। ‘যত পারেন টাকা রোজগার করুন’। ‘নিজের জাগতিক চাহিদা পূরণ করুন সবার আগে’। ‘তারপর পরিবারের পরিবারের চাহিদা পূরণ করুন’। ‘এতে কোনও লজ্জা বোধ করবেন না’।

তবে এসব করতে গিয়ে শাহরুখ খানের পা মাটি থেকে উঠে যায়নি কোনও দিনই। নিজের জনপ্রিয়তাকেও তারিয়ে তারিয়ে উপভোগ করেন এই তারকা। কোনও দিন অনুরাগীদের সামনে আসতে ছদ্মবেশ ধারণ করতে হয়নি তাঁকে। সংগ্রাম করে ১৯৯০ এর দশকে বলিউডের মাটিতে নিজের জায়গা পাকা করেছিলেন দিল্লি থেকে আসা শাহরুখ খান। প্রথমে টেলিভিশন তারপর সিনেমা। কিং খান তাঁর ব্যতিক্রমী অভিনয়ের ছাপ ছেড়েছেন বরাবরই।