Salman Khan in KIFF 2023: ‘আমায় আজ শেষ করে দিলেন তাঁরা’, কেন বললেন ‘ভাইজান’?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 05, 2023 | 10:10 PM

KIFF 2023: মঞ্চে ওঠার পর প্রথম তিন মিনিট থমকে দাঁড়িয়ে সলমন খান, সকলেই উৎসাহে চিৎকার করতে শুরু করে দেন: ‘সলমন... সলমন...’। দেখে সলমন মুখে হাসি নিয়ে বললেন, “আমায় বলার সুযোগই দেবেন না, এভাবেই চিৎকার করে যান, কারণ বলার জন্য কিছু বাকি নেই, শত্রুজি, অনিলজি, মহেশজি... আমি তাঁদের সম্মান করি, কিন্তু আমায় আজ শেষ করে দিলেন তাঁরা। কারণ কিছুই বলার আর বাকিই রাখেননি কেউ।”

শহরে সলমন
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সকাল-সকাল শহর কলকাতায় হাজির হলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন তিনি, কথা রাখলেনও। এ দিন সন্ধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে প্রথম এই অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল তাঁকে।

বলিউডের ঢল
থাকছেন না শাহরুখ খান। এই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। তবে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বলিউড থেকে সলমন খানের সঙ্গে উপস্থিত হলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর ও মহেশ ভাট। সকলকেই এদিন বিশেষ সম্মান জানাল কলকাতা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।

প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন
সকলের সঙ্গে দেখা করে দারুণ লাগল, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা। বললেন, এমন বহু চলচ্চিত্র উৎসব হচ্ছে ভারতে, গোয়াতে হচ্ছে, আরও অনেক জায়গায় হচ্ছে, তবে সেগুলোকে দেখা বলা চলে না। কলকাতা চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে শত্রুঘ্ন ‘খামোশ’ সিনহার বক্তব্য়, “বহুত জান হ্যায়… যে জান কলকাতায় আছে।”

অরিজিতের গানে নাচ
২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম গান গেয়েছেন অরিজিৎ সিং। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকলেও তাঁর গানে-গানে জমে উঠল অনুষ্ঠান। সলমন খান থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই একযোগে মঞ্চে নাচে-নাচে সেলিব্রেট করলেন এ দিনের সন্ধ্যা।

মহেশ-অনিলের ধন্যবাদ
“আজ মন থেকে বলছি, আমরা যাঁরা ছবি তৈরি করি, তাঁদের কাছে এই ছবিই আবেগ…” চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বললেন পরিচালক মহেশ ভাট। বাংলায় অনিল কাপুর বললেন, “আমার চলচ্চিত্র কেরিয়ার শুরু কলকাতা থেকে। এখানের গেস্ট হাউসেই আমার স্বপ্ন দেখা শুরু। তাই কলকাতার সঙ্গে আমার গভীর যোগাযোগ।”

গর্বিত সলমন
মঞ্চে ওঠার পর প্রথম তিন মিনিট থমকে দাঁড়িয়ে সলমন খান, সকলেই উৎসাহে চিৎকার করতে শুরু করে দেন: ‘সলমন… সলমন…’। দেখে সলমন মুখে হাসি নিয়ে বললেন, “আমায় বলার সুযোগই দেবেন না, এভাবেই চিৎকার করে যান, কারণ বলার জন্য কিছু বাকি নেই, শত্রুজি, অনিলজি, মহেশজি… আমি তাঁদের সম্মান করি, কিন্তু আমায় আজ শেষ করে দিলেন তাঁরা। কারণ কিছুই বলার আর বাকিই রাখেননি কেউ।”

পুত্রের জননী হলেন শ্রীলেখা
মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জন্ম হল ফুটফুটে পুত্র সন্তানের। মা এবং সন্তান দারুণ সময় কাটাচ্ছেন এখন। বাড়িতে তাই খুশির বাতাবরণ। এই সন্তান মানুষ নয়, সে এক বিড়াল ছানা। অভিনেত্রী তার নাম রেখেছে ‘মিঁয়া সাহেব’। অবহেলায় পড়ে থাকা মিঁয়াকে উদ্ধার করেছেন শ্রীলেখা।

কেমন স্বামী শতরূপ, জানালেন স্ত্রী
গত বছর ৪ নভেম্বর বিয়ে করেছিলেন বাম নেতা শতরূপ ঘোষ। তিনি বিয়ে করেছিলেন তাঁর ১৪ বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির পিআর-প্রেমিকা পহেলি সাহাকে। ফেসবুকে বিয়ের একটি ছবি শেয়ার করে ক্য়াপশনে পহেলি লিখেছেন, “ধাঁধার থেকেও জটিল তুমি।” ২০২২ সালে সইসাবুদ করে বিয়ে সেরেছিলেন শতরূপ-পহেলি।

একসঙ্গে জয়া-শাশ্বত?
১০ বছর পর বাংলা ছবির পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরী। সেই ছবিতে হয়তো জুটি হিসেবে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্য়ায় এবং জয়া আহসান। তেমনটাই চাইছেন পরিচালক। ছবির নাম ‘ডিয়ার মা’। এক অন্য ধরনের সম্পর্কের গল্প বলবে এই ছবি। এক শিশুশিল্পীকে দেখা যাবে বিশেষ চরিত্রে।