Birbhum News: রাস্তা সারাইয়ে এবার পুলিশ!
বীরভূম, দুবরাজপুর- বেহাল দশায় ৬০ নম্বর জাতীয় সড়ক, যাত্রী সুরক্ষার কথা ভেবে রাস্তা সারায়ের কাজে নামল খোদ পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজে ব্রিজে ওঠার এবং বীজ থেকে নামার জায়গায়।
বীরভূম, দুবরাজপুর- বেহাল দশায় ৬০ নম্বর জাতীয় সড়ক, যাত্রী সুরক্ষার কথা ভেবে রাস্তা সারায়ের কাজে নামল খোদ পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজে ব্রিজে ওঠার এবং বীজ থেকে নামার জায়গায়। এই ৬০ নম্বর জাতীয় সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ির চালকরা ও সাধারণ মানুষ। ৬০ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখা, কারণ দীর্ঘদিন ধরেই এমন অবস্থায় রয়েছে রাস্তাটি। তাই বাধ্য হয়ে এবার সদাইপুর থানার পুলিশ কর্মীরাই নামল রাস্তা সারায়ের কাজে। ইট পাথর দিয়ে বন্ধ করা হলো জাতীয় সড়কের বড় বড় গর্ত।
অপরদিকে সিউড়ির হাটজন বাজারে সিউড়ি বোলপুর রাস্তার ওপর পুকুরের মতো বড় গর্ত তৈরি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে নিত্যযাত্রীরা। এখানেও প্রত্যেকদিন ঘুরছে কোন না কোন পথ দুর্ঘটনা। হেলদোল নেই প্রশাসনের। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনকে জানানো হলেও দীর্ঘ দু মাস ধরে রাস্তাটি এমন অবস্থাতেই পড়ে রয়েছে।