Illegal Car Colour: এই রঙের গাড়ি ভারতে বেআইনি!
Car Colour Rules: ভারতে লাখ লাখ গাড়ি রোজ কেনা বা বিক্রি করা হয়। অনেকেই রঙ দেখে গাড়ি কেন। অনেক মানুষই সাদা গাড়ি কেনেন। গাড়ি লাল,ধুসর বা নীল রঙের হয়।
ভারতে লাখ লাখ গাড়ি রোজ কেনা বা বিক্রি করা হয়। অনেকেই রঙ দেখে গাড়ি কেন। অনেক মানুষই সাদা গাড়ি কেনেন। গাড়ি লাল,ধুসর বা নীল রঙের হয়। তবে এমন ১টি রঙ আছে যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন না। এই রঙের গাড়ি দেখলে পুলিশ আপনাকে বাধা দিতে পারে। হতে পারে শাস্তিও। সবুজ জলপাই রঙের গাড়ি ভারতে ব্যবহার নিষেধ। ভারতীয় সেনারা এই রঙের গাড়ি ব্যবহার করেন। এই রঙকে আর্মি কালার বলে। এই গাড়ি শুধুমাত্র আর্মিতে কর্মরত ব্যক্তি চালাতে পারবেন। ইন্দোরের এক তরুণ এই রঙের গাড়ি চালাতে গিয়ে ধরা পরেন। নিরাপত্তার কারণে এই রঙের গাড়ি বেসামরিক যানবাহনে অনুমতি নেই। অনেক মানুষই না জেনে তাঁদের গাড়ি আর্মি কালার করেন। এতে আপনার বিরুদ্ধে পুলিশ মামলা করতে পারে। গাড়ি মডিফাইয়ের আগে অনুমতি নিন RTO য়ের।