AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ASYNC EBike: এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জেই চলবে ৯৩ কিলোমিটার

ASYNC EBike: এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জেই চলবে ৯৩ কিলোমিটার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 14, 2023 | 5:55 PM

Share

Indiegogo-র ক্রাউড ফান্ডিংয়ের আওতায় এই ই-বাইকটি লঞ্চ করা হয়েছে। 1200W মোটর দেওয়া হয়েছে এই ই-বাইকটিতে,যার সর্বাধিক গতি 22 kmph। শহরাঞ্চল বা অফ-রোড রোমাঞ্চের জন্য এই পরিমাণ স্পিড যথেষ্ট

ASYNC একটি চমৎকার ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে, যার নাম A1। এই ASYNC A1-কে আপনি ই-বাইক বা ই-সাইকেল দুই-ই বলতে পারেন। Indiegogo-র ক্রাউড ফান্ডিংয়ের আওতায় এই ই-বাইকটি লঞ্চ করা হয়েছে। 1200W মোটর দেওয়া হয়েছে এই ই-বাইকটিতে,যার সর্বাধিক গতি 22 kmph। শহরাঞ্চল বা অফ-রোড রোমাঞ্চের জন্য এই পরিমাণ স্পিড যথেষ্ট। বাইকটির একটি প্রো ভার্সনে বেশ বড় একটি 1920W এবং স্ট্যান্ডার্ড ভার্সনটিতে 960W ব্যাটারি আছে। প্রো ভার্সনটি ৯৩ কিমি রেঞ্জ দিতে পারে এবং স্ট্যান্ডার্ড ভার্সনটি এক চার্জে ৪৭ কিমি পর্যন্ত দৌড়তে পারে। ASYNC A1 ই-বাইকে রয়েছে কার্বন বেল্ট ড্রাইভ,যা অনেকটাই বেশি টেকসই। বেল্ট ড্রাইভটি অত্যন্ত মসৃণ রাইডিং অভিজ্ঞতা দিতে পারে। এই ইলেকট্রিক বাইকটি চালাতে পারবেন কোনও শব্দ ছাড়াই। বাইকটির হাইট রেঞ্জ ৫ ফুট ৫ ইঞ্চি থেকে ৬ ফুট ৪ ইঞ্চি। এর ওয়েট ক্যাপাসিটি ১৫০ কেজি। এই বাইকের ফোর পিস্টন হাইড্রলিক ব্রেক সমস্ত পরিস্থিতিতেই আরও চমৎকার স্টপিং পাওয়ার দিতে পারে। ২০ x ৪ ইন ফ্যাট টায়ারগুলি রুক্ষ ভূখণ্ডেও হ্যান্ডলিং এবং স্থিতিশীলতা আরও উন্নত করবে। রাস্তায় শক এবং ভাইব্রেশন অ্যাবজ়র্ব করার জন্য ফ্রন্ট সাসপেনশন ফর্ক এবং মনো-শক রিয়ার সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটিতে LED হেডলাইট রয়েছে ও তার সঙ্গে ৩০০ লুমেনস ব্রাইটনেস এবং একটি ব্রেক লাইট দেওয়া হয়েছে। ফুল কালার IPS ড্যাশবোর্ড রয়েছে,যা স্পিড থেকে শুরু করে ব্যাটারি চার্জ লেভেল সংক্রান্ত সব তথ্য দেখাবে। ইউজাররা নিজেদের জার্নি ট্র্যাক করতে পারবেন। রিমোট উপায়ে ASYNC অ্যাপের মাধ্যমে বাইকটি লক করে রাখতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ ফিচার হল কাস্টমাইজেবল ডিজাইন,যা ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন। ASYNC A1 ইলেকট্রিক বাইকটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটেই পাওয়া যাবে। সেখানে এই ই-সাইকেলের স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫৫,৬৯০ টাকা। প্রো ভার্সনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬,৬৮৩ টাকা।

Published on: Apr 14, 2023 05:55 PM