Aishwarya Rai Abhishek Bachchan: এই দোকান অর্ডার নেয় অ্যাশ অভির বিয়ের মিষ্টি

Nandan Paul |

Dec 18, 2023 | 3:06 PM

Aiswaria Rai And Abhishek Bachhan: ঐশ্বর্য আর অভিষেক বচ্চনের বিয়ের সন্দেশ যায় এই দোকান থেকে। বিয়ের মিষ্টির অর্ডার দিতে আসেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। কী কী মিষ্টান্ন যায় সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ে? জানুন এই ভিডিয়োয়

সিমলা পাড়ার বিখ্যাত মিষ্টি বিক্রেতা ছিলেন গিরীশ চন্দ্র দে। তাঁর জামাই নকুড় চন্দ্র নন্দী ছিলেন হুগলীর বাসিন্দা। ১৯ শতকের মধ্যবর্তী সময় থেকে শহর কলকাতাকে মিষ্টিমুখ করাচ্ছে এই দোকান- গিরীশ চন্দ্র দে ও নকুড় চন্দ্র নন্দী। অনেক বড় মানুষই পেয়েছেন এঁদের মিষ্টি স্বাদ । সুদূর বলিউডের এক বিগ ফ্যাট ওয়েডিংয়ে পৌঁছে গিয়েছিল এই দোকানের মিষ্টি আর সন্দেশ। সে অনেক দিন হয়ে গেল। ঐশ্বর্য আর অভিষেকের বিয়ে। সন্দেশ গিয়েছিল গিরীশ চন্দ্র দে ও নকুড় চন্দ্র নন্দীর এই দোকান থেকেই। ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চনের বিয়ের মিষ্টির অর্ডার দিতে আসেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। কী কী ছিল মিষ্টির বড় বড় ডালায় জানালেন এই দোকানের বর্তমান কর্ণধার পার্থ দে।

মিষ্টির জলভরা তালশাঁস তো খুব পুরনো সন্দেশ। গোলাপ প্যাডা। পুরনোর সঙ্গে নতুন। কিন্তু এই সন্দেশে তো প্রেম বাড়ে। অভিষেক ঐশ্বর্যের সম্পর্ক এখন তো আর মিষ্টি জায়গায় নেই। দোকানে এসে অনেকেই বলেন, আপনাদের সন্দেশই তো গিয়েছিল অ্যাশ অভির বিয়েতে? তাই না?