Solar Cap Fan: এই টুপি তীব্র গরমেও ঠান্ডা করবে!

Solar Cap Fan: এই টুপি তীব্র গরমেও ঠান্ডা করবে!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 24, 2023 | 5:40 PM

গরমে আপনাকে ঠান্ডা এবং সতেজ রাখতে সূর্যালোক ব্যবহার করে ওই যন্ত্র। আপনার মাথার আকার অনুযায়ী সেটিকে অ্যাডজাস্টও করে নেওয়া যেতে পারে। ওই সোলার ক্যাপের নাম TLISMI Portable Fan Sun Hat। এই ডিভাইসে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। আপনি চাইলে সেই ব্যাটারি ব্যাতিরেকেও ডিভাইসটি ব্যবহার করতে পারেন।

বাজারে এসির পাশাপাশি রয়েছে একাধিক পোর্টেবল এসি,কুলিং ফ্যান সহ বেশ কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট। তেমনই এক গ্যাজেট হল একটি Solar Cap, যার ভিতরে রয়েছে একটি কুলিং Fan। এই সোলার ক্যাপ বা টুপি ব্যবহার করতে আপনাকে চার্জ দেওয়ার দরকার হবে না। গরমে আপনাকে ঠান্ডা এবং সতেজ রাখতে সূর্যালোক ব্যবহার করে ওই যন্ত্র। আপনার মাথার আকার অনুযায়ী সেটিকে অ্যাডজাস্টও করে নেওয়া যেতে পারে। ওই সোলার ক্যাপের নাম TLISMI Portable Fan Sun Hat। এই ডিভাইসে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। আপনি চাইলে সেই ব্যাটারি ব্যাতিরেকেও ডিভাইসটি ব্যবহার করতে পারেন। বাইরে ভ্রমণের জন্য আপনার উপযুক্ত হতে পারে এই টুপি। ব্যবহারকারীরা একটি USB কেবেলের সাহায্যে এই টুপি চার্জ দিতে পারেন। ক্যাপের উপরের দিকটি যদি লক্ষ্য করেন, তাহলে সেখানে একটি ফ্যান দেখতে পাবেন। ছোট্ট সেই ফ্যানই আপনাকে হাওয়া দেবে। TLISMI Portable Fan Sun Hat আপনি মোট ৩টি কালার ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারেন। Amazon থেকেই পেয়ে যাবেন সোলার ক্যাপটি। ঠান্ডা রাখার এই টুপি কিনতে আপনাকে মাত্র ৮৯৯ টাকা খরচ করতে হবে। এই টুপি একটি বিশেষ নীল রঙে পাওয়া যায়,যার দাম অ্যামাজ়নে ১,৪৯৯ টাকা।

Published on: Apr 24, 2023 05:40 PM