Viral Woman’s Tongue: ভাইরাল এই মহিলার জিভ
Viral Woman's Tongue: ভাইরাল এই মহিলার জিভ!
আপনি কি কখনও এমন মানুষ দেখেছেন, যার জিভ গিরগিটির মতো লম্বা? কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে একটি মেয়ে তার জিভটি বার করতেই তা থুতনি ছাপিয়ে নিয়ে চলে আসে।ভাইরাল ভিডিয়োতে মহিলাটিকে গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে।সে তার আঙ্গুল দিয়ে ঠোঁট সরিয়ে তারপর ভেতর থেকে জিভ বের করতে লাগল।ধীরে ধীরে বেরিয়ে আসা জিভটি দেখে আপনি চমকে উঠবেন।তারপর মহিলাটি জিভ ঘুরিয়ে ভিতরে টেনে নেয়।আপনি অবশ্যই ৪ সেকেন্ডের এই ছোট ভিডিয়োটি বার-বার দেখতে থাকবেন।অদ্ভুত এই ভিডিয়োটি টুইটার অ্যাকাউন্ট @uncensoredpromo-এ পোস্ট করা হয়েছে।ভাইরাল ভিডিয়োটি এখনও পর্যন্ত ১০ লাখেরও বেশি ভিউ পেয়েছে ।অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।একজন কমেন্ট করেছেন, ‘বিশ্বের দীর্ঘতম জিভের রেকর্ডটি ক্যালিফোর্নিয়ার নিক স্টোইবারলের,তার জিহ্বার দৈর্ঘ্য 3.97 ইঞ্চি কিন্তু আমি এনার জিভ দেখে আবাক হলাম’।